ডিপ্লোমা কোর্সে জরুরী ভিত্তিতে সীমিত সংখ্যক আসনে সিএসএস নার্সিং ইনস্টিটিউট এ ভর্তি চলছে। যোগাযোগের ঠিকানা: তিলক, রূপসা, খুলনা। মোবা: ০১৮৮৭-০০৩৩৩৩, ০১৯১২-৩৫১২৯৪

১. ভর্তির নিয়মাবলী:


১.১ বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, অবিবাহিত ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১.২ সরকারি ডিপ্লোমা ইন-নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণপূর্বক পাশ নম্বর থাকতে হবে।
১.৩ যেকোনো বিভাগে এইচএসসি পাশ হতে হবে, তবে বিজ্ঞান বিভাগ হলে অগ্রাধিকার পাবে।
১.৪ এসএসসি বা এইচএসসি দুটি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হবে না।
১.৫ উক্ত ইনস্টিটিউট থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করা ও যথা সময়ে জমা দিতে হবে।
১.৬ আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা, মূল সনদপত্র, মূল মার্কশিট, জন্ম নিবন্ধন কার্ড/আইডি কার্ডের ফটোকপি, নার্সিং আ্যাডমিশন পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, নার্সিং আ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট কপি ও ছবি জমা দিতে হবে।


২. বেতন পরিশোধের নিয়মাবলী :

২.১ প্রত্যেক মাসের ১০ তারিখের ভিতর জরিমানা ছাড়া সকাল ৯ টা থেকে ৪ টার ভিতর মাসিক বেতন পরিশোধ করতে হবে।