ডিপ্লোমা কোর্সে জরুরী ভিত্তিতে সীমিত সংখ্যক আসনে সিএসএস নার্সিং ইনস্টিটিউট এ ভর্তি চলছে। যোগাযোগের ঠিকানা: তিলক, রূপসা, খুলনা। মোবা: ০১৮৮৭-০০৩৩৩৩, ০১৯১২-৩৫১২৯৪

ইতিহাস

সিএসএস একটি জনকল্যানব্রতী উন্নয়নমুখী প্রতিষ্ঠান। আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুশিক্ষিত জাতি গঠনে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার রূপে সিএসএস ১৯৭২ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় কাজ করে চলেছে সিএসএস। ১৯৯৮ সালে রূপসার তিলকে অবস্থিত সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সিএসএস নার্সিং ইনস্টিটিউটের আবেদনের প্রেক্ষিতে ২৬ শে ডিসেম্বর ২০১৮ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক ৩বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অনুমোদিত হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে নার্সিং কার্যক্রম শুরু করা হয়। যার মধ্যে পুরুষ-২০% এবং নারী-৮০% শিক্ষার্থী। ৩০জন শিক্ষার্থীর মধ্যে ৫জন শিক্ষার্থী বিনা বেতনে এবং ৪ জন শিক্ষার্থী অর্ধেক বেতনে শিক্ষা গ্রহণ করে থাকে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে আসন বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ১০জন শিক্ষার্থীর অনুমোদন পেয়ে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে পুরুষ-১০% এবং নারী-৯০%। ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩জন শিক্ষার্থী বিনা বেতন এবং ২জন শিক্ষার্থী অর্ধেক বেতনে শিক্ষা গ্রহণ করছেন। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে শিক্ষার্থী বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়ে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছি এবং অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।