নির্বাহী পরিচালক সিএসএস
mmunshi.cssbd@gmail.com
সিএসএস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।
নার্সিং একটি মহৎ সেবাধর্মী পেশা। তাই এই পেশায় শিক্ষিত শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি বা ব্যবহারিক জ্ঞানেই দক্ষ হলে হয় না একজন মানবিক গুণ সম্পন সেবক বা সেবিকা হিসেবে গড়ে তুলতে হয়। সিএসএস নার্সিং ইনস্টিটিউট সেই প্রচেষ্টা আন্তরিক ভাবে অব্যাহত রেখেছে। এ কাজে আমাদেরকে সহায়তার জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশেষ ভাবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।
খুলনার রূপসা উপজেলায় অবস্থিত সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল একটি দরিদ্র-বান্ধব জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত হয়ে উদ্বোধন করেছিলেন। সেই হাসপাতালের সাথেই স্বাস্থ্য সেবার অন্যতম গুরুত্বপূর্ণ জনশক্তি ‘নার্স’ তৈরির মহান দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি- প্রতিষ্ঠা করেছি ‘সিএসএস নার্সিং ইনস্টিটিউট’। স্বাস্থ্য সেবায় আমাদের প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলাম আমরা। এভাইে এগিয়ে যাবে বাংলাদেশ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে সিএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য আমরা ওয়েবসাইট চালু করেছি। পৃথিবীর সকল তথ্য-জ্ঞান এখন প্রযুক্তির হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির উন্নয়নের এই যুগে সিএসএস কোনো ভাবেই পিছিয়ে থাকতে পারে না।
সেই প্রত্যয়ের ফল স্বরূপ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ সিএসএস নার্সিং ইনস্টিটিউট এর প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে রাখার জন্য ইনস্টিটিউট কর্তৃপক্ষ একটি মহতী উদ্যোগ নিয়েছে জেনে আমি খুবই আনন্দিত। আমি প্রত্যাশা করি এই প্রযুক্তি নির্ভও নান্দনিক কার্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি-বেসরকারি ব্যবহারকারীরা সিএসএস নার্সিং ইনস্টিটিউট সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবে। সিএসএস পরিচালিত সিএসএস নার্সিং ইনস্টিটিউট এর ওয়েবসাইটে তথ্য সংযোজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
পরিচালক স্বাস্থ্য সিএসএস
srpantha.cssbd@gmail.com
খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত ‘সিএসএস নার্সিং ইনস্টিটিউট’ এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বর্তমান সময়ে নার্সিং শিক্ষার ক্ষেত্রে “সিএসএস নার্সিং ইনস্টিটিউট” একটি অনন্য নাম। এখানে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশসহ প্রযুক্তির মেল বন্ধন করা হয়েছে যা শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে অন্যতম ভ‚মিকা পালন করে। এছাড়া পড়াশুনার পাশাপাশি রয়েছে সহায়ক শিক্ষার উপযুক্ত পরিবেশ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। সিএসএস নার্সিং ইনস্টিটিউটে রয়েছে মনোরম ক্যাম্পাস, প্রশস্ত খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, জেনারেটরের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ সরবাহ ব্যবস্থা ও নিজস্ব পরিবহন সুবিধা। প্রতিষ্ঠানের প্রতিটি বিষয়ে রয়েছে নিয়ম-শৃঙ্খলার প্রতি আনুগত্য ও সময়ের প্রতি নিষ্ঠা। যা শিক্ষার্থীকে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল ও সময়ানুবর্তী হতে উদ্বুদ্ধ করে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে শিক্ষাসফর ও বনভোজনসহ প্রতি সপ্তাহে একদিন সহায়ক পাঠ্যক্রমের ব্যবস্থা। বর্তমান সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি। এখানে বিদ্যালয়ের অনলাইন শিক্ষা উপকরণ, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেও মেধাবৃত্তির ফি প্রদানের প্রতিবেদন, বিভিন্ন নোটিশ, পাঠদানের রুটিন, ইনস্টিউটের বিভিন্ন কার্যক্রমের সংবাদ ইত্যাদি আমাদের ওয়েবসাইটের অতিরিক্ত বৈশিষ্ট্য।
আমি আশাকরি, আমাদের ওয়েবসাইটের প্রতিটি ব্যবহারকারী ইনস্টিটিউট সম্পর্কে তাদের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সন্তুষ্ট হবেন। আমি মনে করি এটি সবার জন্য একটি তথ্যের উৎস হবে এবং দিনে দিনে তা আরও উন্নত হবে। এই ওয়েবসাইট প্রস্তুতের ক্ষেত্রে সিএসএস এর আইটি টিম যে অক্লান্ত পরিশ্রম করেছেন সে জন্য তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।
সকলকে অসংখ্য ধন্যবাদ।
প্রিন্সিপ্যাল সিএসএস নার্সিং ইনস্টিটিউট
cssni.cssbd@gmail.com
আমাদের দেশে প্রশিক্ষিত নার্সের অনেক অভাব রয়েছে। স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে দেশের জনগণ এখনও সঠিকভাবে সচেতন নয়, ফলে রোগব্যাধির প্রকোপ আশানুরূপ ভাবে কমছে না। স্বাস্থ্য সেবায় চিকিৎসকের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনশুক্ত হলো উপযুক্ত প্রশিক্ষিত নার্স। তাই সরকার, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এবং দেশের মানুষ বর্তমানে নার্সিং শিক্ষা উপর গুরুত্ব দিয়েছে। মানুষের সেবা নিশ্চিত করার জন্য আমাদের আদর্শ জনবল তৈরির এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে প্রতিষ্ঠিত ‘সিএসএস নার্সিং ইনস্টিটিউট’। এটি খুলনার রূপসা উপজেলার তিলকে অবস্থিত।
দেশের প্রতিটি স্তরে হাতে-কলমে শিক্ষার মাধ্যমে দেশের মানুষকে স্বনির্ভর জাতি হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘সিএসএস নার্সিং ইনস্টিটিউট’। বেকারত্বের জাল কেটে দিয়ে আমরা অতি কম সময়ে কর্মজীবনে সফলতা আনতে সাহায্য করি। দেশে প্রশিক্ষিত জনবলের ঘাটতি কাটিয়ে তুলতে সরকারের পাশাপাশি আমাদের নার্সিং ইনস্টিটিউট এর অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও অন্যান্য কর্মীরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তৈরি করছে একদল মানবসেবায় উদ্বুদ্ধ প্রশিক্ষিত নার্স বা সেবক। তাদের ভবিষ্যৎ সাফল্য আমাদের অঙ্গীকার। যুব সমাজের একটি অংশ রুগ্ন মানুষের পাশে সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এই মানসিকতা যাদের আছে তারা নার্সিং পেশায় সুশিক্ষিত হয়ে মানুষকে সেবার ব্রতে এগিয়ে যাবেন - এই প্রত্যাশা আমাদের। সিএসএস নার্সিং ইনস্টিটিউট দেশে শিক্ষিত ডিপ্লোমা নার্সের অভাব কিছুটা হলেও পূরণে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।